২৪ অক্টোবর ২০২৫

প্যারাসিটামলে শিশু মৃত্যু, প্রতি পরিবার পাবে ১৫ লাখ – হাইকোর্ট

বাংলাধারা ডেস্ক »

১৯৯১ এবং ২০০৯ সালে বিষাক্ত প্যারাসিটামল সিরাপ খেয়ে ১০৪ শিশুর মৃত্যুর ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

শিশু মৃত্যুর এসব ঘটনার আইনগত প্রতিকার চেয়ে ২০১০ সালে হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন আইনজীবী মনজিল মোরশেদ। সেই রিটের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২ জুন) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত ওষুধ প্রশাসন অধিদপ্তরকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি থেকে এ অর্থ আদায় করবেন। ওষুধ প্রশাসন এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাবে কিনা তা নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য ১৯৯১ সালে অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবন করে ৭৬ শিশু মারা যায় এবং ২০০৯ সালে রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ সেবনে মারা যায় ২৮ শিশু। 

আরও পড়ুন