৩১ অক্টোবর ২০২৫

প্রকাশনা সংস্থা নলেজ হাউসের কার্যালয় উদ্বোধন

চট্টগ্রাম নগরীর প্রকাশনা সংস্থা নলেজ হাউসের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) চকবাজার চক ভিউ মার্কেটের চতুর্থ তলায় কোম্পানির মার্কেটিং পরিচালক আশিষ কান্তি দে’র ব্যবস্থাপনায় কার্যালয়টি উদ্বোধন করেন প্রকাশনীর চেয়ারম্যান ও চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অধ্যাপক মো. আব্দুর রউফ, কাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজের প্রভাষক সুমন ভট্টাচার্য, এমইএস কলেজের সুমন কান্তি দাশ, ইসলামিয়া কলেজের হুমায়রা বেগম, কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রভাষক এনামুল হক, প্রিমিয়ার কলেজের প্রভাষক রাজিব সাহা, বন্দর কলেজের প্রভাষক সুজন চক্রবর্তী, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন মহিলা কলেজের মাহমুদা আকন্দ, মাটিরাঙ্গা সরকারি কলেজের প্রদীপ কুমার দাশ।

প্রসঙ্গত, প্রকাশনীটির উচ্চ মাধ্যমিক লেভেলের দুটি সহায়ক বই ইতোমধ্যে বাজারে এলে ব্যাপক সাড়া ফেলে। এছাড়াও ইংরেজি বিষয়ের উপর কিছুদিনের মধ্যে আরও দুটি বই প্রকাশিত হবে। এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয় নিয়ে মোট ১০ টি বই বের হওয়ার পরিকল্পনা রয়েছে প্রকাশনী সংস্থা নলেজ হাউসের।

আরও পড়ুন