২৩ অক্টোবর ২০২৫

প্রকাশিত হলো ‘ব্যাচেলর পয়েন্ট’ নতুন সিজনের প্রথম লুক পোস্টার

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন শিগগিরই শুরু হতে যাচ্ছে। প্রায় আড়াই বছরের দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় এই সিরিজটি, যা নিয়ে ইতোমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা।

বুধবার (১৪ মে) প্রকাশিত হয়েছে সিজন ৫-এর প্রথম লুক পোস্টার। এতে দেখা গেছে পরিচিত চরিত্র শিমুল, পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই এবং চাষী আলম ওরফে হাবু ভাইকে। তবে চমক হিসেবে পেছনে দেখা গেছে একজন “ভূত” কে, যাকে ঘিরে তৈরি হয়েছে রহস্য—এই ভূত আসলে কে?

পোস্টারে দেখা গেছে চাষী আলমকে এবার শেফের ভূমিকায়। ধারণা করা যাচ্ছে, নতুন সিজনে গল্পের মোড় হতে পারে খানিকটা ভিন্ন ধারার।

তবে কেন এতো দেরি হলো সিজন ৫-এর?

নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “আমি চাইলে প্রতি বছরই একটা করে সিজন করতে পারি, কিন্তু তাতে কোনো নতুনত্ব থাকবে না। আমি প্রতিটি সিজনে দর্শকদের ভিন্ন স্বাদ দেওয়ার চেষ্টা করি। এজন্য সময় নিই, রিসার্চ করি, ভাবি এবং বিশ্লেষণ করি।”

তিনি আরও জানান, ইতোমধ্যেই শুটিং শুরু হয়েছে এবং খুব শিগগিরই দর্শকরা নতুন পর্বগুলো দেখতে পাবেন।

নতুন সিজনটি প্রচারিত হবে চ্যানেল আই-এর পর্দায়। পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান বুব ফিল্মস এর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেও দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সংশ্লিষ্ট সব কনটেন্ট।

দর্শকদের কাছে জনপ্রিয় এই ধারাবাহিকের নতুন সিজনে আবার কী ধরনের হাসি-কান্না-ভুল-বুঝাবুঝির গল্প অপেক্ষা করছে, তা জানার জন্য অপেক্ষা এখন শুধু সম্প্রচারের।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন