চট্টগ্রামের অন্যতম শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন প্রজন্ম মীরসরাই-এর উদ্যোগে আয়োজিত প্রজন্ম মীরসরাই মেধাবৃত্তি–২০২৫ এর পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ নূরের সার্বিক তত্ত্বাবধানে এবং ভারপ্রাপ্ত সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় তিনটি বিভাগে তিনজন মেধাবী শিক্ষার্থীকে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে কম্পিউটার প্রদান করা হয়। এছাড়া ট্যালেন্টপুলে ২৯ জনসহ মোট ১৫০ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জামশেদ আলম, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য মেজর মোস্তফা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ ভূমিকার জন্য রুহী মোস্তফাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক মনজুর মোরশেদ ভূঁইয়া কনক, আজীবন সদস্য লায়ন তাহের আহাম্মদ, উপদেষ্টা ড. কামাল উদ্দিন, পৃষ্ঠপোষক তৌহিদ উদ দৌজা, নুরুল করিম এরফান, আব্দুল কাইউম এবং আজীবন সদস্য শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী। এ সময় সংগঠনের অন্যান্য পরিচালক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ শরিফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের মেধা যাচাইমূলক প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













