৩০ অক্টোবর ২০২৫

প্রতারণা ও কারসাজিতে মিয়ানমারের পেঁয়াজ বেশি দামে বিক্রি

বাংলাধারা প্রতিবেদন »

আড়তদার, কমিশন এজেন্ট ও আমদানিকারকদের প্রতারণা ও কারসাজিতে খুচরা বাজারে মিয়ানমারের পেঁয়াজের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। দেশের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে মিয়ানমারের পেঁয়াজ বেশি দামে বিক্রির জন্য প্রতারণার কৌশল নিয়েছেন ব্যবসায়ীরা। তারা মিয়ানমার থেকে আসা ৪২ টাকা দরের পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা দরে বিক্রি করায় ৪ আড়তদারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খাতুনগঞ্জে পেয়াজের শতাধিক আড়তে জেলা প্রশাসন চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে যেসব পেঁয়াজ ৪২ টাকা দরে আমদানি হয়েছে সেগুলো মাত্রাতিরিক্তভাবে ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় মূল্যতালিকায় মিয়ানমারের পেঁয়াজের দাম ৬০-৬৫ টাকা লিখে রাখলেও বেশ কয়েকটি দোকানের বিক্রয় রেজিস্টার পরীক্ষা করে দেখা যায় ৯৫ থেকে ১১০ টাকায় বিক্রি করেছে। এসময় সিলেট গামী একটি পেঁয়াজ ভর্তি ট্রাকের চালানে দেখা যায় অছি উদ্দিন ট্রেডার্স মূল্যতালিকায় মিয়ানমারের পেঁয়াজের দাম ৬০-৭০ টাকা লিখলেও সিলেটগামী ট্রাকের চালানে মূল্য লেখা ১১০ টাকা। অধিক দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে অছিউদ্দিন ট্রেডার্সকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেসার্স খাতুনগঞ্জ ট্রেডিং এই আড়তটিও মিয়ানমারের পেঁয়াজের দামে প্রতারণা করছে। এই আড়তের সামনেও কুমিল্লা-ব্রাক্ষ্মণবাড়িয়া গামী ট্রাকে পেঁয়াজ ভর্তি অবস্থায় দেখা যায়। যেখানে মূল্য তালিকায় ৬০-৬৫ টাকা থাকলেও চালানে ১১০ টাকা দরে বিক্রির মূল্য লেখা আছে। বেশি দামে বিক্রি করায় মেসার্স খাতুনগঞ্জ ট্রেডিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমদানি মূল্যের চাইতে মাত্রাতিরিক্তভাবে ১০০-১০৫ টাকা কেজি প্রতি দরে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি করায় সৌমিক ট্রেডার্স ও বেঙ্গল ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে মিয়ানমারের পেঁয়াজ নিয়ে নতুন উপায়ে কারসাজির সাথে জড়িত কমিশন এজেন্টরা গা ঢাকা দিয়ে মার্কেট থেকে পালিয়ে যায়। এদেরকে অধিক নজরদারিতে রাখা হবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন