বাংলাধারা প্রতিবেদন »
নগরীর ডবলমুরিংয়ের সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. নুরুল আমিন ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় সরাইপাড়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাবের আহম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর ডবলমুরিং থানায় এ মামলা করা হয়।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন জানান, কাউন্সিলর সাবের আহম্মদ, তার ছেলে ফারুক আহম্মদ অপুসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে এ মামলা করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন, জাহিদুল আলম মুরাদ, রনি, জনি, টিংকু, তারেক, আরাফাত রহমান ওরফে বিজয়, সামিউল আলম সাবিত, সাইফুল ইসলাম, রবিউল হক ইকু এবং নিজাম উদ্দিন মুন্না।
মামলার এজহারে বাদি মো. নুরুল আমিন উল্লেখ করেন, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর হিসেবে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলাম। এরই ধারাবাহিকতায় ঝর্নাপাড়া রহিম সওদাগরের বাড়ির ভেতর একটি সভার আয়োজন করি।
বাদি আরও উল্লেখ করেন, সভায় কাউন্সিলর সাবের আহম্মদের নির্দেশে তার ছেলে ফারুক আহম্মদ অপুর নেতৃত্বে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে আমার কর্মী মিজানুর রহমান খোকন, নুরুল আজিম, নুরুল এহসান রিফাত, নাহিদ, আবদুল কাদের সুজন গুরুতর আহত হয়। তারা আমাকে ও আমার সমর্থকদের ওপরও হামলা করে এবং গাড়ি ভাংচুর করে।
প্রসঙ্গত, আওয়ামী লীগের সমর্থন নিয়ে গত সিটি করপোরেশন নির্বাচনে সরাইপাড়া ওয়ার্ড থেকে কাউন্সিলর হওয়া সাবের আহম্মদ এবার আওয়ামী লীগের সমর্থন পাননি।
বাংলাধারা/এফএস/টিএম













