বাংলাধারা ডেস্ক »
‘প্রতিবন্ধী বা অটিস্টিকরা যেন আমাদের মূলস্রোতের সঙ্গে মিলিয়ে থাকতে পারে, জনগোষ্ঠীর সঙ্গে থাকতে পারে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমরা চাই দেশের উন্নয়ন। এই উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধীদের গুরুত্ব দিয়ে থাকি। কারণ তারা যেন কোনোভাবে পিছনে পড়ে না থাকে। কারণ সবাই মানুষ, আমাদের সবাই একসঙ্গে চলবে।’
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস এবং জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
সুবর্ণ ভবনে প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, চিকিৎসা, পুনবার্সন, আবাসিক সুবিধা, খেলাধুলাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধন ঘোষণা শেষে প্রধানমন্ত্রী প্রতিবন্ধী শিল্পীদের বিভিন্ন সাংস্কৃতি পরিবেশনা উপভোগ করেন।
প্রতিবন্ধী জনগোষ্ঠী সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার প্রতিবছর মর্যাদার সঙ্গে দিবসগুলি পালন করে উল্লেখ করে প্রতিবন্ধীদের উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ কর্তৃক গৃহীত কনভেনশন অন দ্য রাইটস অব পারসন উইথ ডিজঅ্যাবিলিটি’ (সিআরপিডি) চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন মূলনীতি ‘লিভিং নো ওয়ান বিহাইন্ড’ অর্থাৎ কেউ পিছনে পড়ে থাকবে না। সকল নিয়েই করতে হবে। এই অনুযায়ী আমরা দেশের সকল প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।’ এছাড়া ২০১৯-২০ মেয়াদে জাতিসংঘের হিউম্যানন্ডার্স কাউন্সিলের সদস্য হিসাবে বাংলাদেশ বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠাতেও কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, প্রতিবন্ধিতা অনেক সময় জন্মগত হয় অনেক হয় অ্যাক্সিডেন্টে হয় পাশাপাশি নানা কারণে অসুস্থতা হয়। অনেক কারণে হয়। আগে পোলিও হলে অনেকে প্রতিবন্ধী হত। আজকে বাংলাদেশ পোলিও মুক্ত। আমরা যেহেতু পোলিও ভ্যাকসিন দিচ্ছি যার ফলে আমরা সেটা করতে সক্ষম হয়েছি। সেভাবে আমরা চেষ্টা করি।
প্রধানমন্ত্রী এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, তবে সব থেকে যেটা প্রয়োজন আমাদের মানসিকতা বদলাতে হবে। আমরা ছোটবেলা থেকেই পড়েছি, কানাকে কানা বলিও না, খোঁড়াকে খোঁড়া বলিও না। এই শিক্ষাটা একেবারে ছোটবেলা থেকেই আমাদের স্কুলের যারা ছোট বাচ্চা তাদেরকে দিতে হবে।
এ সময় প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান তৈরির ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পরে, ১০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্সের সুবর্ণ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জোয়েনা আজিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধীদের পক্ষে ফেরসৌসী আক্তার, জাতীয় প্রতিবন্ধী ফোরামের প্রেসিডেন্ট সাইদুল হক।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













