বাংলাধারা প্রতিবেদন »
ব্রাহ্মণবাড়িয়ায় হুইল চেয়ার ক্রিকেট দলকে আর্থিক সহায়তা ও তাদের পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী উপহার পাঠিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে মুশফিকুর রহিমের এসব সহায়তা পৌঁছে দেন ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না। এ সময় মুশফিকুর রহিম ভিডিও কলে উপস্থিত হুইলচেয়ার ক্রিকেটারদের অভিনন্দন জানান। আগামীতে আরো বেশি সহযোগিতার আশ্বাস দেন।
হেদায়েতুল আজিজ মুন্না জানান, মুশফিকুর রহিমের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া ৮০ জন প্রতিবন্ধীর মাঝে ৫০ হাজার টাকার খাদ্য সহায়তা দেওয়া হয়। মুশফিকুর রহিমের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হেদায়েতুল আজিজ।
বাংলাধারা/এফএস/টিএম













