খাগড়াছড়ি প্রতিনিধি »
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯)। করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউয়ে সরকার ঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ের হত-দরিদ্র প্রতিবন্ধী ও ভিক্ষুকরা পড়েছে চরম খাদ্য সঙ্কটে। আর এ পরিস্থিতিতে সরকারী সহায়তার পাশাপাশি মানিবক সহায়তার অংশ হিসেবে পাহাড়ের গৃহবন্ধী হতদরিদ্র প্রতিবন্ধী ও ভিক্ষুকদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলার ‘মানব ছায়া’ সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল।
রোববার (২৫ এপ্রিল ) দুপুরে ‘মানব ছায়া’ সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে মাইসছড়ি ,মহালছড়ির পর্ব টিএন্ডটি পাড়ায় ভিক্ষুক ও থলিপাড়ায় প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ২কেজি আলু, ২কেজি পেয়াজ, ১কেজি তেল, ১কেজি লবন, ১ কেজি মুড়ি, ৫০০ গ্রাম রসুন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্হিত ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতিও মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, ‘মানব ছায়া’ সেচ্ছাসেবী সংগঠনের খাগড়াছড়ি জেলার সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল, সাধারন সম্পাদক রিপন সরকার, সংগঠনের সদস্য মো:খোরশেদ আলম প্রমুখ।
সংগঠনের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন জয়নাল বলেন, আমাদের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন উপজেলার দূর্গম এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও সুরক্ষা-সামগ্রী বিতরণ করেছি। সামনে পবিএ ঈদুল ফিতরে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবো।
বাংলাধারা/এফএস/এআই













