২৫ অক্টোবর ২০২৫

প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে কেন্দ্রীয় কৃষক লীগের নেতারা

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সংগঠনের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক লীগের নেতারা। সেখানে নেতাদের গণভবনে উৎপাদিত বিভিন্ন ধরনের শাক-সবজি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার গণভবনে যান কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুর নেতৃত্বে সংগঠনের নেতারা। সাক্ষাৎ শেষে ফেরার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপস্থিত নেতাদের এ উপহার তুলে দেওয়া হয়।

গণভবনে উৎপাদিত পালং শাক, পাট শাক, ডাটা শাক, পুঁইশাক, লাউ, করলা, বরবটিসহ বিভিন্ন ধরনের শাক-উপহার দেওয়া হয় কৃষক লীগ নেতাদের। উপস্থিত গণমাধ্যমকর্মীদেরও এসব শাক-সবজি উপহার দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাক-সবজি পেয়ে কৃষক লীগ নেতাদের বেশ উৎফুল্ল দেখা যায়। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ কৃষক লীগ এর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় হয়। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদক মন্ডলীর সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামের কৃতিসন্তান কেন্দ্রীয় কৃষক লীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরমান চৌধুরী।

প্রসঙ্গত, কৃষকের অধিকার রক্ষায় ১৯৭২ সালের এই দিনে (১৯ এপ্রিল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেন্দ্রীয় কৃষক লীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরমান চৌধুরী বলেন,  ‘মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে ‌ অবস্থান রয়েছে দেশে আজ ‌ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশে উৎপাদন বৃদ্ধি হয়েছে। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ‌সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী তাঁর নিজস্ব তত্ত্বাবধানে তাঁর বাসভবনে (গণভবনে) উৎপাদিত শাক-সবজি কৃষক লীগ নেতা কর্মীদের উপহার দেওয়াতে আমরা যেমন উৎফুল্ল হয়েছি, তেমনি নিজেরাও প্রধানমন্ত্রীর মতো একজন ভালো খামারি হওয়ার জন্য প্রেরণা পেয়েছি।’

আরও পড়ুন