বাংলাধারা প্রতিবেদন »
গ্রাম পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের সুদক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ১ম বারের মতো আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লোহাগাড়া সায়েন্স অ্যান্ড রোবটিক্স অলিম্পিয়াড ২০২২’।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহিম কবীর এবং উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ’র সাথে রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর সদস্যদের সৌজন্য মতবিনিময় এবং বিশেষ দিকনির্দেশনার ভিত্তিতে শুরু হয় অলিম্পিয়াডের অ্যাক্টিভেশন পর্ব।
লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটিতে অর্থায়ন করবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। রিসার্চ ল্যাব চট্টগ্রাম এর পরিচালনায় ৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে মোস্তাফা বেগম গার্লস হাই স্কুল এন্ড কলেজে লোহাগাড়ায় ১ম বারের এমন আয়োজন হতে যাচ্ছে।
এটি সফল করতে গত ১০ অক্টোবর থেকে বিভিন্ন স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে অলিম্পিয়াড অংশগ্রহণে যাবতীয় নিয়মাবলি ও প্রস্তুতিমূলক এক্টিভেশন কর্মসূচি শুরু হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ বলেন, লোহাগাড়ায় বিজ্ঞান ও রোবটিক্স প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবন করে বাংলাদেশকে একটি প্রযুক্তিভিত্তিক দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে।