২৩ ডিসেম্বর ২০২৫

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা : গ্রেপ্তার আরও ৯

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তার হলো ২৮ জন।

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর সকাল সোয়া ১১টায় বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।

এদিকে ৩১ জনকে শনাক্ত করার কথা জানায় পুলিশ। এর মধ্যে গত সোমবার পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, মঙ্গলবার আরও ৯ জনকে গ্রেপ্তার করা হলো।

এর আগে, ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে সন্ত্রাসীরা। এছাড়া একইদিন রাতে ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন, ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় হামলা ও অগ্নিসংযোগ করা হয় উদীচী কার্যালয়ে।

এরপর ২১ ডিসেম্বর, রবিবার রাতে প্রথম আলো এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করে। মামলায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ