বাংলাধারা ডেস্ক »
একের পর এক হিন্দি সিনেমা যখন ব্যর্থ হচ্ছে, তখন আবারও বক্স অফিসে তুমুল ঝড় তুলল দক্ষিণ ভারতের আরেকটি সিনেমা কোবরা।
মুক্তির পর প্রথম দিনে বক্স অফিস থেকে ২০ কোটি রুপি আয় করেছে ‘কোবরা’, যা অক্ষয় কুমার, আমির খানদের ছবিও করতে পারেনি।
সিনিমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয় তামিল অভিনেতা চিয়ান বিক্রম। তিন বছর আগে গ্রেক্ষাগৃহে তার সর্বশেষ সিনেমা ছিল ‘ইরু মুগান’।
‘আই’খ্যাত এই অভিনেতার নতুন ছবি ‘কোবরা’ ৩১ আগস্ট মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। মুক্তির পর প্রত্যাশামতোই বক্স অফিসে ঝড় তুলেছেন বিক্রম।
অজয় গননামুথুর ছবিটি কেবল তামিলনাড়ু থেকেই আয় করেছে ১১ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মর্নিং ও ইভিনিং ছবিটির দুই শোই ছিল দর্শকে কানায় কানায় পূর্ণ। বক্স অফিসে এই সাফল্যের ধারা অব্যাহত থাকলে ১০০ কোটি বাজেটের ছবিটি কয়েক দিনের মধ্যেই ১০০ কোটি আয় পূর্ণ করতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ছবিতে বিক্রমের নায়িকা সৃনিধি শেঠি। তারকাবহুল ছবিতে আরও আছেন মালয়ালম অভিনেতা রোশান ম্যাথু। ছবির সংগীত পরিচালক এ আর রহমান। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ‘কোবরা’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছে এই সাবেক অলরাউন্ডারের।













