২৪ অক্টোবর ২০২৫

প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করেন না প্রভা

ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেও অভিনয়ের জগতে অনড় রয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন।

দীর্ঘদিনের বিরতি নিয়ে আবারও ফের অভিনয়ে ফিরছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে তার সহকর্মী মনোজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে বেশকিছুবার মিডিয়ার শিরোনামে উঠে এসেছে।

এই নিয়ে এক সাক্ষাৎকারে প্রভা স্পষ্ট করে জানান, “মনোজের সঙ্গে কখনো প্রেম ছিল না। মিডিয়াতে এ নিয়ে নানা ধরনের গুজব রটানো হয়েছিল, যা আমার এবং মনোজের স্বাভাবিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করেছে।”

প্রথম প্রেম নিয়েও অভিনেত্রী কটুক্তির স্বীকার হলে জানান, “প্রথম প্রেমিককে আমি কখনও প্রাক্তন মনে করি না, আমি তাকে শত্রু মনে করি। কারণ, প্রাক্তন কখনোই এতটা হিংস্র হতে পারে না। আমার জন্য, যে সম্পর্ক আমাকে অস্বস্তিতে ফেলে, সে আর কখনও আমার প্রাক্তন হতে পারে না।” বরং তিনি এই সম্পর্কের বিপরীতে বলেন, “আমি যাদের সঙ্গে সম্পর্ক করেছি, তাদের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত রয়েছে, এবং সে কারণে আমি আমার ‘প্রাক্তন’দের সঙ্গে এই ব্যক্তিকে তুলনা করতে চাই না।”

এআরই/এনএস/বাংলাধারা

আরও পড়ুন