২৯ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আনোয়ারায় যুবলীগের বিক্ষোভ

আনোয়ারা প্রতিনিধি »

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে আনোয়ারা উপজেলা যুবলীগ।

শুক্রবার সকাল ১১টায় কেইপিজেড গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে কমিউনিটি সেন্টার এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুগ্ন আআহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা নিজামুল হক, সোহরাবুল আলম মিরাজ, এরশাদ আলী সোহেল, মো. আবছার, মো. রাশেদ, মো. ফোরকান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত বৈরাগ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মামুন, সাধারণ সম্পাদক নঈমুদ্দিন, বারশ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাবেদ, সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ, রায়পুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মিয়া হান্নান, সাধারণ সম্পাদক মো. মুন্না, বারখাইন ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ফরিদ, সাধারন সম্পাদক মো. কায়সার, আনোয়ারা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি রানা মিত্র,সাধারণ সম্পাদক মো. কায়সার,চাতরী ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন টিটু, সাধারণ সম্পাদক ধণঞ্জয় বিশ্বাস ভোলাসহ উপজেলার সকল ইউনিয়নের সর্বস্তরের যুবলীগ নেতাকর্মীবৃন্দ।

যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান বলেন, অনেক ছাড় দিয়েছি, আর নয়। আমাদের নেত্রীকে নিয়ে যারা দুঃসাহস দেখাবে তাদেরকে প্রতিহত করবে যুবলীগ। দীর্ঘদিন ক্ষমতায় আছে বলে মনে করবেন না আমাদের সংগঠন ঝিমিয়ে গেছে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের জন্ম। সুতরাং রাজপথে সংগ্রাম কীভাকে করতে হয় তা যুবলীগ জানে।

আরও পড়ুন