২৯ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ-সমাবেশ

বান্দরবান প্রতিনিধি »

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি জামাত নেতাদের আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য ও প্রতিনিয়ত প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো।

শনিবার (৪ জুন) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগের উদ্যোগে বান্দরবান রাজার মাঠ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে সমাবেত হয়।

পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষী পদ দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর।

এময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি-জামাত কুচক্রী মহল অবিরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। অতীতে যেমন বিএনপি জামাত পাকিস্তানি প্রেতাত্মাকে আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করেছে আগামীতেও মোকাবেলা করা হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য যারা দিয়েছে তাদের সকলকে আইনের আওতায় এনে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সমাবেশে আওয়ামী লীগ, পৌর শহর আওয়ামী লীগ, স্বচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগসহ সংগঠমে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন