২৪ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য— বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের বিক্ষোভ মিছিল

বাংলাধারা প্রতিবেদক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উদ্দেশ্য করে বিভিন্ন মিথ্যা ও অসত্য তথ্য প্রদান করার প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম উত্তরজেলা বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সদস্য ডা. প্রত্যয় চক্রবর্তী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ পালের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহফুজুল হাসান মাহফুজ।

এসময় বক্তারা বলেন, ‘বিএনপি জামায়াত আবারও পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যার ষড়যন্ত্র করছে সেটা বাংলাদেশ আওয়ামীলীগের সকল নেতা-কর্মী শক্ত হাতে দমন করবে। বিএনপি নেতা তারেক রহমানকে লন্ডনে বসে রাজনীতি ছেড়ে দেশে এসে রাজনীতি করতে বলা হয়। এছাড়াও বিএনপি নেতাদের আদা ব্যাপারী হয়ে মাঝির খবর নিতে বারন করেন বক্তারা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ ফেনী জেলা শাখার সভাপতি মীর হোসেন পাটোয়ারী।

এসময় আরও উপস্থিত ছিলেন লিটন সেন, রাতুল দত্ত পিয়াল, আব্দুল আলম সুবজ, মোশদ্দেদ আলম, মহিম, জনি প্রমূখ।

আরও পড়ুন