১ নভেম্বর ২০২৫

‘প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে’

আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা কেইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর ) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

নোমান আল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশের মর্যাদাকে অনন্য উচ্চতায় আসীন করেছেন। তাঁর হাতেই দেশ নিরাপদ। কোন অপপ্রচারে মানুষ আর বিভ্রান্ত হবে না। বিএনপি-জামাতকে আর মানুষ বিশ্বাস করেনা। দেশের মানুষ শেখ হাসিনা’র উন্নয়নের ধারায় ঐক্যবদ্ধ হয়েছেন। কোন অপশক্তি দেশের এই উন্নয়নকে থামাতে পারবেনা। ডিজিটাল বাংলাদেশের সফল পথপরিক্রমায় ২০৪১ সালের মধ্যে মেধা ভিত্তিক স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

তিনি আরও বলেন, আগামী ২৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সবাইকে স্বতঃফূর্তভাবে যোগদান করতে হবে। এই জনসভা কে জনসমুদ্রে পরিণত করতে হবে। এই টানেলের কারণে দক্ষিণ চট্টগ্রাম হবে শিল্প ও কর্মসংস্থানের প্রাণকেন্দ্র। আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ করুন। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে।

সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, শফিউল আলম, এস এম জাকারিয়া,আবুল মোকারম, আব্দুল মান্নান রানা, জমির উদ্দিন, রিদুয়ানুল হক টিপু, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম,আব্দুল্লাহ হারুন রিপন, আব্দুল্লাহ আল নোমান, অধ্যাপক আবু নঈম চৌধুরী, একরামুল হক মুন্না ও তারেক।

আরও পড়ুন