বাংলাধারা প্রতিবেদক »
নগরের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় এসে অসুস্থ হয়ে জহিরুল ইসলাম বাচা (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জহির চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়নের মৃত দুলা মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, রোববার (৪ ডিসেম্বর) সকাল ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে যাওয়া এক ব্যক্তির বরাত দিয়ে তিনি বলেন, জনসভায় যোগ দিতে আসার পথে সদরঘাট এলাকার শাহজাহান হোটেলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি।
বাংলাধারা/আরএইচআর
				












