২৪ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিনে রামপুর ওয়ার্ড আ’ লীগের মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাধারা প্রতিবেদন»

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃত্বে এক অনন্য উদাহরণ। বাংলাদেশকে বিশ্বের কাছে অনন্য রূপে পরিচয় করিয়েছেন শেখ হাসিনা।’- বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন প্যানেল মেয়র ও ২৫নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সবুর লিটন।

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যেগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক হাজী আবুল কাশেম, যুগ্ম আহবায়ক দিলদার খান দিলু আরও উপস্হিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র ও রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবদুস সবুর লিটন,এস এম এরশাদ উল্লাহ, মীর মোহাম্মদ সর্দার, মনোয়ার হোসেন মনুমাইনউদ্দিন শাহ খোকন,মোঃইয়াকুব,মোহাম্মদ আনিস,নেওয়াজ মোহাম্মদ আজাদ, মোঃআসলাম,হুমায়ূন কবির হিমু সহ ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন