১৫ জানুয়ারি ২০২৬

‘প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা থেকে ছুটে এসেছি’

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যাকবলিত লোহাগাড়া- সাতকানিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঢাকা থেকে ছুটে এসেছি। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে দুর্যোগ-দূর্বিপাকে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হয়।

সোমবার ( ১৪ আগস্ট ) সকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে টাকা, চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। সেই লক্ষে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিট কমিটি ইতিমধ্যে বন্য ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

চট্টগ্রাম দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুবায়েরের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ আফসার খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাবেক উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু আশীষ নাথ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বোখারী আজম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি এম এ হাসেম, নুরুল আবচার, সেলিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ