২৪ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীর মাঝে খুঁজে পাই হারানো বঙ্গবন্ধুকে : সিডিএ চেয়ারম্যান

সিডিএ’র (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেছেন, আমাদের একমাত্র নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনার মাঝে আমরা হারানো বঙ্গবন্ধুকে খুঁজে পাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকল ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে।

বুধবার (১৯জুন) রাত আটটায় ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় সিডিএ’র (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দীন, কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবীসহ ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন