বাংলাধারা ডেস্ক »
ঘনিয়ে আসছে আগামী জাতীয় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে অনেক ছোট ছোট দল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করেছে। সম্প্রতি সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে গিয়ে সপরিবারে সাক্ষাৎ করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীও। এমনই একটি ছবি গণমাধ্যমে প্রকাশ পায়।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি সাক্ষাৎ করেন।
বঙ্গবন্ধুর স্নেহভাজন কাদের সিদ্দিকী একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নের নৌকা প্রতীকে সংসদ সদস্যও নির্বাচিত হন।
তবে দলের সঙ্গে বনিবনা না হওয়ায় ১৯৯৯ সালে কৃষক-শ্রমিক-জনতা লীগ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন, এবং দল থেকে বেরিয়ে যান।

২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের সাথে যোগ দেন কাদের সিদ্দিকী। বিএনপির নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন কিন্তু নির্বাচনে হেরে যান।
আগামী নির্বাচনের আগে অনেক ছোট দল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে কাদের সিদ্দিকী ও প্রধানমন্ত্রীর ছবি প্রকাশ্যে এসেছে।
যোগাযোগ করা হলে শুক্রবার সন্ধ্যায় কাদের সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি পারিবারিক বৈঠক ছিল। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই কারণেই আজ (শুক্রবার) আমরা গণভবনে গিয়েছিলাম।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিষয়গুলো পরে আলোচনা করা হবে।’













