২৯ অক্টোবর ২০২৫

‘প্রধানমন্ত্রী গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন’

খাগড়াছড়ি প্রতিনিধি »

সরকারের সুফল তৃণমুল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার ভুয়সী প্রসংশা করে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের কল্যাণে কাজ করছেন।

বিএনপির শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের সময় তৃণমুলের জনগণ সরকারী সুযোগ সুবিধার আওতায় এসেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের আওতাধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, মুজিব কোর্ট, অসহায় ও হতদরিদ্রদের মাঝে কম্বল ও সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিববর্ষকে সামনে রেখে সরকারের নানামুখী উদ্যোগের কথা উল্লেখ করে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এসব তৃণমুল জনগণের কাছে পৌঁছে দিতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার শুধুমাত্র ডিজিটাল বাংলাদেশই নির্মাণ করেনি, গৃহহীন মানুষকে পাকা ঘর করে দিয়েছে। বিদ্যুতবিহীণ জনপদে সোলার প্যানেল স্থাপন করে আলোকিত করেছে।

মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানে মাটিরাঙ্গা মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও হতদরিদ্রদের মাঝে কম্বল ও সোলার প্যানেল বিতরণ ছাড়াও মুজিববর্ষকে সামনে রেখে দশটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একশ শিক্ষার্থীর মাঝে মুজিব কোট বিতরণ করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এর আগে তিনি মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদে গিয়ে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা।

অন্যান্যের মাঝে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার দে ও পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন কান্তি ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এম জাহাঙ্গীর আলম ধলিয়া মৌজার মৌজা প্রধান চাইলা প্রু চৌধুরী, মাটিরাঙ্গা সদর ইউপি সদস্য মলেন বিকাশ ত্রিপুরা, হৃদয় মেম্বারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আকতার, গকুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ পারভেজ, ইছাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজ আহমেদ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন