বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বিজিএমইএ’র সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাছির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে রোল মডেল।
রোববার (১৪ আগস্ট) পটিয়ার বিভিন্ন ইউনিয়নে অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে উপজেলার ছয়জন অসুস্থ ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক প্রদানকালে এ মন্তব্য করেন মোহাম্মদ নাছির।
এ সময় সমবেতদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘সব দুর্যোগ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা করোনাকালে সংকট মোকাবিলা করেছেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে করোনা, বন্যাসহ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। দুর্ভোগ ও দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী সারা বিশ্বে রোল মডেল।’
তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে প্রভাব ফেলেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই তেল, চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ রাশিয়া সারা বিশ্বে তেল, সার, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল ইত্যাদি নিত্যপণ্য রফতানি করে থাকে। বর্তমানে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে এসব বিক্রি করতে পারছে না। মাত্র কয়েক মাস এই দুর্ভোগ হতে পারে, এরপর আবার সবকিছু ঠিক হয়ে যাবে।’
চেক প্রদানকালে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক নাছির উদ্দিন, আব্দুল মালেক, ওসমান গনি, ইদ্রিস চৌধুরী,আমির হোসেন, মোহাম্মদ হোসেন, আবু তাহের , সাইফুল ইসলাম, ফয়েজুল ইসলাম ফজু, হাবিবুল্লাহ্ মানিক, ওয়াসিক সাকিব, টিপু নুর, মোহাম্মদ হাসান, নুরুল হক, মোহাম্মদ আলী, তুলক সহ প্রমুখ।













