বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের দীর্ঘ বক্তব্য সংক্ষেপ করতে বক্তব্যের মাঝখানে একাধিক বার থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে।
মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম পর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের দীর্ঘ বক্তব্য দুই বার থামিয়েছেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে চট্টগ্রাম পর্ব শেষ করার আগে প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে বললেন, মেয়র সাহেব তো সব থেকে বেশি লম্বা সময় নিয়ে গেল।
এদিকে, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ১ মিনিট ১৮ সেকেন্ড বক্তব্য রাখেন। যদিও প্রধানমন্ত্রী নওফেলকে সংক্ষিপ্ত বক্তব্যের দিকে ইঙ্গিত করেছেন।
চট্টগ্রাম পর্ব ভিডিও কনফারেন্সের শুরুতে জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন করোনাভাইরাস নিয়ে চট্টগ্রামের সার্বিক অবস্থা তুলে ধরেন। তারপর সেনাবাহিনীর প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মো. আজিজ ও পুলিশ সুপার এসএম রশিদুল হক তাদের কার্যক্রমের বর্ণনা দেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ