বোয়ালখালী প্রতিনিধি »
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের দাবিতে ৪ দিন কর্মবিরতির পর মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করা হয়।
স্মারকলিপিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পদটি ৬ষ্ঠ গ্রেডে উন্নীতকরণ, উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদটি ৯ম গ্রেডে উন্নীতকরণ, সকল কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ অধিদপ্তরের সকল শুন্য পদে পদোন্নতি/চলতি দায়িত্ব এবং নিয়োগের মাধ্যমে প্রেরণ অন্যতম।
এসময় বোয়ালখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাসসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।













