২৮ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন

চলমান করোনাভাইরাস সংকটে আমরা আত্মকর্মী ও উদ্যোক্তারা আজ দিশেহারা এবং চরম সংকটের মধ্যে দিয়ে আমরা আমাদের দিন অতিবাহিত করছি। সরকার ঘোষিত করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের প্রতিষ্ঠানসমূহ বন্ধ রেখেছি, এই বন্ধকালীন সময়ে আমাদের প্রতিষ্ঠানসমূহের ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, ওয়াসার বিল ও ভ্যাট ট্যাক্স প্রদান করতে অনেক সমস্যায় পড়তে হবে এবং আমাদের অনেকেই ঋণের জাতাকলে পড়তে হবে।

জাতীয় যুব দিবসে উদ্যোক্তা বান্ধব বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উদ্দেশে বলেছিলেন, ‘চাকরি করবো না চাকরি দিবো’ ওনার উৎসাহ অনুপ্রেরণায় আজ বাংলাদেশে অনেক ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এতে করে দেশের অনেক বেকারত্ব ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

আজ করোনা প্রাদুর্ভাবে আমাদের অনেক ছোট খাটো প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। এমতাস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমদের আকুল আবেদন যে, আমারা যারা সারা দেশের উদ্যোক্তা এবং আত্মকর্মী রয়েছি প্রতিটি জেলা ভিক্তিক শ্রেণী বিন্যাস করে জেলা প্রশাসক মহাদয়ের মাধ্যমে বিশেষ প্রণোদনা দিয়ে, উদ্যোক্তা ও আত্মকর্মীদের প্রতিষ্ঠানগুলো যাতে টিকে থাকে, সেই লক্ষ্যে আপনার নিকট আমাদের আকুল আহবান।

নিবেদক : মোহাম্মদ আলমগীর হোসেন (সৈকত), সভাপতি ও প্রধান নির্বাহী (স্বদেশ যুব ফাউন্ডেশন), স্বদেশ ডেইরী এন্ড এগ্রো (ম্যানেজিং ডিরেক্টর), মিঠাই সুইস এন্ড বেইক (উদ্যোক্তা ও পরিচালক)

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন