২৮ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রী হলেন দুরদর্শিতায় পরিপূর্ন একজন সফল রাষ্ট্রনায়ক : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »  

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুচিন্তিত অর্থনৈতিক প্রনোদনা নীতিমালা প্রণয়ণ করেছেন যা আমাদের আগামীর অর্থনীতিকে এগিয়ে নিতে শতভাগ উপযোগী। আর এই প্রস্তুতি প্রমান করে আমাদের জননেত্রী শুধুই রাজনৈতিক নীতিপ্রনেতা নন, তিনি একজন দুরদর্শিতায় পরিপূর্ন সফল রাষ্ট্রনায়ক।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা, আপনার সুচিন্তিত অর্থনৈতিক প্রনোদনা নীতিমালা প্রণয়নের জন্য। যে প্রনোদনা প্যাকেজ গুলো ঘোষিত হয়েছে, সেগুলো আমাদের আগামীর অর্থনীতিকে এগিয়ে নিতে শতভাগ উপযোগী। আর এই প্রস্তুতি প্রমান করে আমাদের জননেত্রী শুধুই রাজনৈতিক নীতিপ্রনেতা নন, তিনি একজন দুরদর্শিতায় পরিপূর্ন সফল রাষ্ট্রনায়ক, কারণ আগামীর অর্থনীতির ভীত রচিত হলো দূর্যোগের চ্যালেঞ্জ মোকাবেলার মধ্যেই। অর্থনীতিবিদগণ দেখিয়েছেন, উৎপাদনের কমতিতে অভাব বা দুর্ভিক্ষ হয় না। আমাদের দেশজ উৎপাদনের পরিমাণও বেশ ভালো। তবে, যেহেতু খাদ্যের অভাব হয় ক্রয় ক্ষমতা হ্রাসের ফলে, সরবরাহ ব্যবস্থা ঠিক না থাকলে, তাই যত দ্রুত মানুষের হাতে টাকা পাঠানোর ব্যবস্থা করা যাবে, ততই আমরা অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় সক্ষম হব। আর এর জন্যই প্রনোদনা! নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি যা বোঝাতে চাইছেন তাদের সরকারকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অনুরুপ নীতি প্রনয়ণ করে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। তাই বারবার বলি, আবারো বলবো, জয়তু শেখ হাসিনা।
শুভ নববর্ষ!

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন