সম্প্রতি প্রবর্তক স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত দীলিপ কুমার সেন মহোদয়ের স্মরণে এক হৃদয়বিদারক সভার আয়োজন করা হয়। চট্টগ্রামের সিরাজদ্দৌল্লাহ রোডের ক্লাব ফোর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই স্মরণসভায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, সহকর্মী শিক্ষক, অসংখ্য শুভানুধ্যায়ী, বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শিক্ষকের প্রতিকৃতি উন্মোচন করেন প্রবর্তক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মনোজ কুমার দেব এবং চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম। প্রদীপ প্রজ্বালন করেন দীলিপ স্যারের সুযোগ্য পুত্র প্রীতম সেন এবং কন্যা অমৃতা সেন তৃষা।
স্যারের জীবনী পাঠ করেন সিনিয়র শিক্ষিকা সীমা রানী দেব, এবং স্বাগত বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র শিক্ষক সুমন কুমার সেন। স্মৃতিচারণ পর্বে প্রীতম সেন আবেগঘন কণ্ঠে বলেন, “আমার বাবা ছিলেন একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী শিক্ষক, যিনি প্রতিটি বিষয়ে পারদর্শী ছিলেন।”
প্রাক্তন প্রধান শিক্ষক শান্তি রঞ্জন চক্রবর্তী, মিলন ব্যানার্জি, চন্দনা ভট্টাচার্য, অরুন আচার্যসহ আরও অনেকেই তাঁদের স্মৃতির পটভূমিতে দীলিপ স্যারের অনন্য ব্যক্তিত্বের কথা উল্লেখ করেন। চট্টগ্রামের মেধসমণি আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বলেন, “বর্তমানে জনসংখ্যা বাড়ছে, কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমাদের দীলিপ স্যারের মতো আলোকিত মানুষ হতে হবে।”
স্যারের কন্যা অমৃতা সেন তৃষা আবেগাপ্লুত কণ্ঠে সবাইকে ধন্যবাদ জানান এবং তাঁর বাবার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে বলেন।
অনুষ্ঠানের শেষাংশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোজ কুমার দেব সবাইকে ধন্যবাদ জানান এবং শোকাহত পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনন্যা চৌধুরী এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক সুমন কুমার সেন।