বাংলাধারা প্রতিবেদক »
ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে সক্রিয় ১১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৫ এপ্রিল) রাতে নগরীর আগ্রাবাদে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- ইমরান হাসান (২৭), মো. রুবেল (৩১), মো. শফি, জাহাঙ্গীর আলম সোহাগ, মোয়াজ্জেম হোসেন (৩৪), ইয়াছিন আরাফাত মিনার (২৫), মো. জমির (৪৫), মো. সৈকত (২২), হাবিবুল কিবরিয়া আরমান (২২), কিল্টন দে (২৯) ও কায়সার হামিদ (৩৪)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, ‘এরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। ভাগ হয়ে প্রাইভেট কার কিংবা অটোরিকশা করে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করত। বিশেষ করে বিমানবন্দর থেকে বের হওয়া প্রবাসীদের টার্গেট করে ছিনতাই করত তারা। এছাড়া যাত্রীবেশে উঠে অটোরিকশা ছিনতাইয়েও জড়িত ছিল।’
গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদক আইনে একাধিক মামলা আছে বলে র্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন।













