বাংলাধারা প্রতিবেদন »
প্রবাসীরা হোম কোয়ারেন্টিন মানছেন কিনা তা যাচাই করতে প্রতিদিন হাটহাজারী উপজেলার দুটি ইউনিয়নে সাড়াশি অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।
বুধবার (২৫ মার্চ) দুপুর ৩ টা থেকে ৬ টা পর্যন্ত মির্জাপুর ইউনিয়নে এবং ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেখল ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলাধারাকে জানান, প্রতিদিন উপজেলার কমপক্ষে দুইটি ইউনিয়নে যাবে প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ। কোনো প্রবাসীকে বাইরে পেলেই ব্যবস্থা কিংবা বাসায় না পেলে পরিবারের সদস্যদেরকেও আইনের আওতায় আনা হবে। আর কোনো প্রবাসীকে বাইরে পাওয়া গেলে জরিমানা এবং নিজ বাসায় তালাবদ্ধ করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম













