৩ নভেম্বর ২০২৫

প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারের রামুতে প্রবাস ফেরত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বাড়ির পার্শ্ববর্তী নিজেদের খামারে একটি গাছে তার ঝূলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের বরাত দিয়ে সদস্যরা ফতেখারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

মারা যাওয়া বিজয় বড়ুয়া (২৭) রামুর ফতেখারকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীকুল এলাকার বিদ্যুৎ বড়ুয়ার ছেলে। মাস ছয়েক আগে তিনি ভারতে প্রবাস থেকে দেশে ফিরেছেন।

বিজয়ের চাচা ইউপি সদস্য সন্তোষ বড়ুয়া জানান, পারিবারিক কলহের জের ধরে বিজয় আত্মহত্যা করেছে।

তবে, স্থানীয়রা জানিয়েছেন, গত ২ দিন আগে বাবা বিদ্যুৎ বড়ুয়া ছেলে বিজয়কে ব্যাপক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর সে পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়িতে চলে যায়। এ ঘটনার জেরেই হয়তো বিজয় আত্মহত্যা করেছে।

বিজয়ের বাবা বিদ্যুৎ বড়ুয়া জানান, ছেলে বিজয় মাদকাসক্ত ও পরিবারের অবাধ্য ছিলো। এমনকি সে বাড়িতেও থাকতো না। তবে আত্মহত্যার সঠিক কারণ তিনি জানাতে পারেননি।

ফতেখারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানান, বাড়ির সদস্যদের বরাতে জানতে পারি পার্শ্ববর্তী নিজেদের খামারে একটি গাছে বিজয় ঝুলে আছে। খবরটি পুলিশকে জানানো হলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে আজমিরুজ্জামান জানান, খবর পেয়ে দুপুরের পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ব্যাপক তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ