বাংলাধারা ডেস্ক »
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গ্রেফতার করার মতো তথ্য-প্রমাণ হাতে পেলে দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটসহ নানা অপরাধের অভিযোগ ওঠা নেতাদের গ্রেফতার করা হবে।
মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো অপরাধীই ছাড় পাবেন না। তথ্য-প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে।’
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের রেশ ধরে ওবায়দুল কাদের বলেন, ‘গ্রেফতারের বিষয় সময় হলেই জানতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘এ শুদ্ধি অভিযান অপরাধীদের বিরুদ্ধে। বিশেষ কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে এই অভিযান নয়।’
বাংলাধারা/এফএস/এমআর/এএ













