প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে চান্দগাঁও থানাধীন সি.এন্ড.বি উন্নয়ন এলাকার নাথ পাড়ায় এক ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রজনীগন্ধা নারী সমিতি (কোড-৭৮৮) এর সদস্য রুবি নাথের জন্মগত প্রতিবন্ধী ছেলে অপু দেব নাথকে হুইল চেয়ার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিকার সম্মানিত উপ-পরিচালক শাহাদাত হোসেন, বিভাগীয় ব্যবস্থাপক মোঃ মহিন উদ্দিন, এলাকা ব্যবস্থাপক শ্বেতা বড়ুয়া, হিসাবরক্ষক মঈনুল ইসলাম এবং উন্নয়নকর্মী শ্রী রাহুল দত্ত, চন্দন দে, ফাল্গুনি দাশ, হানিফ মিয়া প্রমুখ।
হুইল চেয়ার প্রদানকালে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত এই ধরনের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো। প্রশিকা প্রতিষ্ঠালগ্ন থেকে জনহিতকর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শুধু প্রতিবন্ধীদের সহায়তাই নয়, বরং মাদকাসক্তি নিরাময়, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা, সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপন এবং নানা জাতীয় দুর্যোগেও প্রশিকার অবদান উল্লেখযোগ্য। ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।