২৪ অক্টোবর ২০২৫

প্রস্তুত ইউরো শ্রেষ্ঠত্বের মঞ্চ, ফুটবলের মহারণের অপেক্ষায় বিশ্ব

আর কয়েক ঘন্টা পর প্যারিসের স্তাদি দে ফ্রান্স স্টেডিয়ামে ইউরো শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে রিয়াল মাদ্রিদ আর লিভারপুল। ২০১৮ ফাইনালের হারের প্রতিশোধ নিয়ে ৭ম শিরোপা নিয়ে ইংল্যান্ডে ফিরতে চাই লিভারপুল। অন্যদিকে ইউসিএল কিং রিয়াল মাদ্রিদ তাদের ১৪ তম শিরোপা জিতে নিজেদের নিয়ে যেতে যায় আরেক উচ্চতায়।

লিভারপুলের এক সমর্থকের মতে, লিভারপুলের এই টীম তাদের ইতিহাসের সবচেয়ে সেরা, অপরদিকে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লীগের ইতিহাসের সেরা। তার কাছে এই দুই দলের চ্যাম্পিয়নসলীগ ফাইনাল সিজনের সবচেয়ে বড় ম্যাচ।

মানে, আর্নল্ড , লুইস দিয়াস , ফাবিনিওর মত খেলোয়ারদের নিয়ে লিভারপুল বস ক্লপ আত্মবিশ্বাসী। মাদ্রিদ শিবিরেও ছড়াচ্ছে আত্মবিশ্বাসের সৌরভ। পিএসজি, চেলসি, ম্যানসিটির মত ক্লাবকে তারা মাদ্রিদ ম্যাজিক দিয়ে হারিয়েই আজ প্যারিসের ফাইনালে। মৌসুমের শেষ ম্যাজিক দিয়ে ইউরোপে ‘হালা মাদ্রিদ হালা মাদ্রিদ’  চ্যান্ট শুনতে চান মাদ্রিদ কোচ ডন কার্লো।

এই ফাইনালে কেউ এগিয়ে রাখছে লিভারপুলকে কেউবা মাদ্রিদকে। ম্যাচ যেহেতু চ্যাম্পিয়নস লীগ ফাইনাল সেহেতু ম্যাচের শেষ বাঁশী বাজার আগে মন্তব্য করা কঠিন। আর কয়েক ঘণ্টা পর বলে দিবে ক্লপের প্রেসিং ফুটবল নাকি এনচলত্তির ক্ষুরধার কৌশল কার দর্শন ইউরোপের সেরা।

আরও পড়ুন