২৪ অক্টোবর ২০২৫

প্রস্তুত মঞ্চ, কেবলই এখন অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের

বাংলাধারা স্পোর্টস »

যতই সময় গড়াচ্ছে ততই ঘনিয়ে আসছে স্বপ্নের আল বায়াত স্টেডিয়ামে স্বপ্নযাত্রা সূচনার মাহেন্দ্রক্ষণ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ঘড়ির কাটা যখন পৌঁছবে ৮ এর ঘরে, হয়তো থেমে যাবে সব ব্যস্ততা। চোখ জোড়া লেপ্টে যাবে ওই টিভি সেটের সামনে। কাতার মহাযজ্ঞের শুরুটা হবে যেখানে। কৌতূহলের তুঙ্গে তাই কী থাকবে এবারের বিশ্বকাপের উদ্বোধনীতে।

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা বৈচিত্র্য। পেট্রো ডলারের ঝনঝনানিতে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র কাতার, তাই ব্যাপকতা আর জাঁকজমকতায় কার্পণ্য রাখছে না মোটেও। ৬০ হাজার আসন বিশিষ্ঠ কাতারের আল বাইয়াত স্টোডয়াম ও প্রস্তুত মরুর বুকে ফুটবলের ইতিহাসের সাক্ষী হতে। পারফর্ম করবে কোরিয়ান ব্যান্ড বিটিএস, থিম সং গাইবেন লিও বেবি। তার সঙ্গে নাচবেন মানাল, রেহমা আর নোরা ফাতেহি। থাকছে জমকালো আতশবাজির ও ঝলকানি।

বিশেষ প্রদর্শনী থাকছে কাতারের ইতিহাস ঐতিহ্য নিয়েও। আরও থাকছে মরুর বুকে ফুল ফুটার রহস্য । বিশাল সব ইমারতের পেছনের গল্প। বিশ্বকাপের ইতিহাসও পাবে প্রাধান্য। এরপর সুরের মূর্ছনায় হারিয়ে যাওয়ার পালা।

২২তম আসরের অফিসিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন লিও বেবি। তার সঙ্গে বিশেষ পারফর্ম করবেন বলিউড হার্ডথ্রুব নোরা ফাতেহি। নোরার সঙ্গে থাকবেন মানাল ও রেহমা। আপষৎ জোর গুঞ্জন আছে গাইবেন শাকিরা আর কিজ ড্যানিয়েলও। কিন্তু বিষয়টি এখন পর্যন্ত রহস্যই রেখে দিয়েছেন আয়োজকরা।

তবে কোরিয়ার বিখ্যাত ব্যান্ড বিটিএসের গান, তৈরি করবে ভিন্ন আবহ। যেখানে চমক বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যেতে পারে পপ গায়িকা দুয়া লিপা, ব্ল্যাক আইড পিস, জে বালভিন ও নাইজেরিয়ার সংগীতশিল্পী প্যাট্রিক নায়েমেকা ওকোরিকে। স্থানীয় শিল্পীদের পরিবেশনাও পাবে বিশেষ স্থান।

আরও পড়ুন