৪ নভেম্বর ২০২৫

প্রাইভেট কারের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় মোজাহিদুল ইসলাম (৩২) নামে এক ট্রাফিক পুলিশের সার্জেন্ট নিহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে হালিশহর থানার ফৌজদারহাট-বন্দর টোল রোডের ওয়াই জংশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহিদুল ইসলাম বি-বাড়ীয়া জেলার সদর থানার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিকের বন্দর বিভাগের কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুর উল্লাহ আশেক বলেন, প্রাইভেটকারের ধাক্কায় মোজাহিদুল ইসলাম নামে একজন সার্জেন্ট আহত হন। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন