ফটিকছড়িতে তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয়ের পৌষ মেলায় ঐতিহ্যবাহী বলীখেলায় চট্টগ্রামের মোহাম্মদ হোসেন বলী সাথে কুমিল্লার শাহজালাল বলীর চলে তুমুল প্রতিদ্বন্দ্বিতার লড়াই। প্রত্যেকেই বিজয়ের মুকুট অর্জন আপ্রাণ চেষ্টা করেও কেউ কাউকে হারাতে পারেননি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে ফটিকছড়ির সুয়াবিলে তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয়ে বালুর তৈরী অস্থায়ী মঞ্চে এ বলী খেলা (কুস্তি প্রতিযোগিতা) অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ হোসেন বেশ কয়েকবার শাহজালালকে ধরাশায়ী করার চেষ্টা করেও পারেননি। শেষ মুহূর্তে পয়েন্ট ভিত্তিতে দু’জনকেই রানার্সআপ ঘোষণা করেন খেলার রেফারি আব্দুল মালেক।
খেলাটি পরিচালনা করেন চট্টগ্রামের জব্বারের বলী খেলা কমিটির সভাপতি জালাল হাজারী,সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল ও প্রধান রেফারি আব্দুল মালেক।
এ সময় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এই ঐতিহ্যবাহী বলী খেলা দেখতে ।
এর আগে চার দিনব্যাপী এ পৌষ মেলায় পিঠা উৎসব, কবি গানসহ গ্রামীন নানা আয়োজনে মুখরিত ছিল মেলা প্রাঙ্গন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,খেলা পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ও তৌহদুল আনোয়ার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে লড়তে তরুণ যুবকদের শারীরিকভাবে তৈরি করতে এই বলী খেলার প্রচলন করেছিলেন চট্টগ্রামের বদরপাতি এলাকার বাসিন্দা আবদুল জব্বার।













