বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপি প্রথম পুনর্মিলনী উৎসব ‘প্রাণের উৎসবে, মাতি উল্লাসে’ স্লোগানে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চারুকলা ইনস্টিটিউট চত্বর থেকে র্যালি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন সিআরবি’র শিরীষ তলায় পৌঁছে শেষ হয়।
র্যালীতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নানা ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান কার্যালয় সিআরবিস্থ শিরীষ তলায় বাউল উৎসব স্থানে সমবেত হন র্যালীতে অংশগ্রহণকারীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম পুনর্মিলনী ২০১৯ আয়োজন করা হয়েছে বাউল উৎসবের। রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি উৎসবের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিরিন আকতার, এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সদস্য সচিব আলাউদ্দীন আহমেদ চৌধুরী নাসিম, সাবেক সচিব আব্দুল করিমসহ বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী প্রমুখ।

বাউল উৎসবের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৪৮তম ব্যাচের শিক্ষার্থী নাহিদ নেওয়াজ।
বাউল উৎসবের অনুষ্ঠানে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, আমরা এলামনাই এর ইতিহাস হয়ে থাকতে চাই। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে এ সংগঠনের সকল সদস্য একে অপরকে সহযোগিতা করতে পারবে, সহযোগিতা করবে।
নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চবি অ্যালামনাইয়ের পুনর্মিলনী উৎসব উপলক্ষে শুক্রবার (২২ নভেম্বর) দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পুনর্মিলনী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বাংলাধারা/এফএস/টিএম













