বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রোবাস ও মোটরসাইকেল।
গত ১২ আগস্ট ২০২১ ইং তারিখ রাত ১১টার দিকে গোপন সূত্রমতে প্রাপ্ত তথ্য অনুযায়ী র্যাব-৭ এর একটি দল চট্রগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন দক্ষিন সলিমপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মাইক্রোবাস এবং মোটরসাইকেলটি থামানোর সংকেত দেয়। কিন্তু মাইক্রোবাস ও মোটরসাইকেল চালক র্যাবের চেকপোস্ট অতিক্রম করে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের পিছু নেয় এবং দুজনকে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে মোঃ আকাশ আলম (২২), ফেনী জেলার চম্পকনগর এলাকার আবু আহাম্মদের ছেলে মোঃ আব্দুল করিম শামীম (২১)।

আটককৃত আসামীদের দেওয়া তথ্যে মতে মাইক্রোবাসের ভিতর একটি বস্তা তল্লাশি করে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত তাদের মাইক্রোবাস (চট্র মেট্রো-চ-১১-২৩১৫) ও মোটরসাইকেলটিও (বরগুনা-ল-১১-০৩৭৯) জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট পাচার করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্যে চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, মোঃ আব্দুল করিম শামীম (২১) এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস













