২৪ অক্টোবর ২০২৫

প্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণকারী দলসমূহের সাথে মতবিনিময় সভা

ক্রীড়া ডেস্ক »

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ও প্রথম বিভাগ ফুটবল লীগ-২০২১ এ অংশগ্রহণকারী দলসমূহের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিজেকেএস কনফারেন্স রুমে সিডিএফএ এর সভাপতি এসএম শহীদুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, সিডিএফএ এর কোষাধ্যক্ষ ও সিজেকেএস ফুটবল সম্পাদক মোহাঃ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য নাসির মিঞা, সিডিএফএ সদস্য প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাতসহ অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

সভার সিদ্ধান্ত সমূহ:
(১) সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ও ১ম বিভাগ ফুটবল লীগ ২০২১ এর দলবদলের পূর্বে ৩১ আগস্ট ২০২১ইং এর মধ্যে ১২ জন বাইন্ডিং খেলোয়াড়ের নাম (প্রিমিয়ার ও ১ম বিভাগ) অবশ্যই জমা দিতে হবে।


(২) সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার লীগ ২০২১ এর দলবদল আগামী ৫-৯ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ মোট ৫ দিন অনুষ্ঠিত হবে (উক্ত সময় বর্ধিত করা হবে না)। ১৫ সেপ্টেম্বর ২০২১ইং তারিখের মধ্যে অংশগ্রহণকারী দলসমূহকে ২০ (বিশ) জনের খেলোয়াড় তালিকা (বাইন্ডিংকৃত ১২ জন খেলোয়াড়সহ) জমা দিতে হবে। ২০ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে লীগ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।


(৩) সিজেকেএস-সিডিএফএ ১ম বিভাগ লীগ ২০২১ এর দলবদল আগামী ৭-১০ অক্টোবর ২০২১ইং মোট ৪ দিন অনুষ্ঠিত হবে (উক্ত সময় বর্ধিত করা হবে না)। ১৫ অক্টোবর ২০২১ইং তারিখের মধ্যে অংশগ্রহণকারী দলসমূহকে ২০ (বিশ) জনের খেলোয়াড় তালিকা (বাইন্ডিংকৃত ১২ জন খেলোয়াড়সহ) জমা দিতে হবে। ২০ অক্টোবর ২০২১ইং তারিখে লীগ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন