ক্রীড়া ডেস্ক»
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২১ এর অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড়দের দলবদল কার্যক্রম উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৫-৯ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ মোট ৫ দিন সিডিএফএ কার্যালয়ে এই দলবদল অনুষ্ঠিত হয়।
কর্তৃপক্ষ জানায়, ‘করোনা মহামারীর কারণে গত মৌসুমের ফুটবল লীগসমূহ বাতিল করা হয়। সে প্রেক্ষিতে অনেকদিন খেলাধুলার আয়োজন স্থগিত ছিল। বর্তমানে করোনা মহামারী পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে আমরা পুনরায় খেলাধুলার আয়োজন করতে যাচ্ছি। অনুষ্ঠিত দলবদল কার্যক্রমে সর্বমোট ২৭ জন খেলোয়াড় অংশগ্রহন করে। এখানে উল্লেখ্য যে, গত লীগের ১২ জন খেলোয়াড় প্রতিটি দলে বাইন্ডিং করে দেওয়ায় ঐ সমস্ত খেলোয়াড় কোন দলের পক্ষে দলবদল করতে পারেনি।‘
আগামী ১৫ সেপ্টেম্বর রাত ৮ টার মধ্যে প্রতিটি দলের ২০ জন খেলোয়াড়ের নামের তালিকা সিডিএফএ কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর হতে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লীগ শুরু করা হবে।
বাংলাধারা/এফএস/এফএস













