২৮ অক্টোবর ২০২৫

প্রিমিয়ার ফুটবল লীগ উপলক্ষে ব্রাদার্স ইউনিয়নের ফুটবল দলের প্রশিক্ষণ উদ্বোধন

বাংলাধারা প্রতিবেদন»

আসন্ন সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২১ এ অংশগ্রহণকারী ব্রাদার্স ইউনিয়ন ফুটবল দলের প্রশিক্ষণ অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২১ইং বিকাল ৪ টায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস এর সাধারণ সম্পাদক ও ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটির চেয়ারম্যান জসিম আহমেদের সভাপতিত্বে ও সিজেকেএস নির্বাহী সদস্য মো: দিদারুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস। এসময় উপস্থিত ছিলেন সিডিএফএ এর সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব আলম, পরিচালক মো: জসিম উদ্দিন, ওয়াহিদুল আলম শিমুল, আবুল বশর, পেয়ার মোহাম্মদ পেয়ারু, আব্দুর রশিদ লোকমান, জসিম উদ্দিন মিঠুন, মো: সালাউদ্দিন, তৌহিদ হোসেন, মো: টিপু সুলতান, বোরহান উদ্দিন আহমেদ, দলের ফুটবল কমিটির সহ-সভাপতি সৈয়দ মো: মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আবু বকর শাহেদ, মো: ইয়াহিয়া পারভেজ, সদস্য সাকারিয়া চৌধুরী সাগর, আনাস মাহমুদ প্রমুখ।

ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান উদ্বোধনের পূর্বে তাঁর বক্তব্যে- ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন দলের অতীতের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে কাঙ্কিত সফলতা অর্জন করার লক্ষ্যে প্রতিটি খেলায় ভালো ফলাফল করার জন্য সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন