২৬ অক্টোবর ২০২৫

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ছাত্রীনিবাসে হচ্ছে কোয়ারেন্টাইন

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীতে গত শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর সন্ধান পাওয়ার পর প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নগরীর বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার ইউনিভার্সিটির একটি নবনির্মিত ছাত্রীনিবাস ‘কোয়ান্টাইন কেন্দ্র’ হিসাবে কাজে লাগাতে জেলা প্রশাসনকে হস্তান্তর করার প্রক্রিয়া হিসাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এবং বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যদের সাথে আলাপ করে সিদ্ধান্ত গ্রহন করেন। নগরীর সাগরিকাস্থ এ ছাত্রী হোস্টেলটির নির্মানকাজ সম্প্রতি শেষ হয়েছে। হোস্টেলটিতে এখন পর্যন্ত কোন ছাত্রী ভর্তি করা হয়নি।

চট্টগ্রামে করোনাভাইরাস বিস্তার ঠেকাতে এ হোস্টেলটিকে ‘কোয়ান্টাইন কেন্দ্র’ হিসাবে ব্যবহার করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার খুরশিদুর রহমান বলেন, নিজস্ব ভূমিতে ৯ কোটি টাকা ব্যয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আটতলা ছাত্রীনিবাসটি নির্মিত হয়েছে। আধুনিক এ ছাত্রীনিবাসের প্রতিটি ফ্লোরে পাঁচটি করে মোট কক্ষ আছে ৪০টি। আলাদা খাট ও বিছানা, নিজস্ব কেবিনেট, টেবিল, চেয়ারের পর্যাপ্ত জায়গা রেখে হোস্টেলটি নির্মান করা হয়েছে। এমনকি জেনারেটর ও ইন্টারকম সুবিধাও রয়েছে ছাত্রী নিবাসটিতে। নিরাপত্তার নিশ্চিতে আনসার সদস্যও আছেন। একটি মানসম্পন্ন ‘কোয়ান্টাইন কেন্দ্র’ হিসাবে যা যা দরকার তার সব সুবিধা জেলা প্রশাসন নিতে পারবে।

এদিকে ছাত্রীনিবাসটি ব্যবহারের অনুমতি পেয়ে শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল তা পরিদর্শন করেন।

উল্লেখ্য চট্টগ্রামে আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়ে সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ২০০১ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠা করেন এই বিশ্ববিদ্যালয়। ২০০২ সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে। এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর বর্তমান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ড.অনুপম সেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন