২৮ অক্টোবর ২০২৫

প্রেমিকাকে গ্রামে পাঠালো পরিবার, অভিমানে প্রেমিক বিষ খেয়ে প্রাণ দিল ইপিজেডে

বাংলাধারা প্রতিবেদক »

তানভীর হোসেন (১৯)। সপরিবারে ভাড়া বাসায় থাকতেন নগরীর ইপিজেড এলাকায়। তার পাশের বাসার এক মেয়ের সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ভালই চলছিল সে সম্পর্ক। কিন্তু হঠাৎ তাতে বাধ সাধে পরিবার। প্রেমিকাকে তার পরিবার গ্রামে পাঠানোর পরই আত্মহত্যা করেছে প্রেমিক।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত গত সাড়ে ১২ টার দিকে ইপিজেড এলাকার ঝনক গলির হোস্টেল একটি বিল্ডিংয়ের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তানভীর পটুয়াখলী জেলার বাউফল উপজেলার লিটনের ছেলে।

স্থানীয়রা জানান, পাশাপাশি বাসা হওয়ার সুবাদে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তানভীরের। সেই সম্পর্কের কথা উভয়ের পরিবার একসময় জেনে যায়। কিন্তু কেউই তাদের এ সম্পর্ক মেনে নেয়নি। সর্বশেষ, মেয়ের পরিবার মেয়েকে গ্রামের বাড়ি গাইবান্ধায় পাঠিয়ে দিলে তানভীর বিষ খেয়ে আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রেমঘটিত কারণে তানবির নামের এক তরুণ আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন