বিনোদন ডেস্ক »
সম্প্রতি গুঞ্জন ওঠে, নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সঙ্গে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিল। অবশেষে বিষয়টি কথা বলেছেন এই অভিনেত্রী।
ভাইজান সিনেমার মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শেহনাজ। সেখানে এক সাংবাদিক প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করায় জবাবে শেহনাজ বলেন, ‘আপনার সঙ্গে যে ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন আপনি কি তার সঙ্গে প্রেম করছেন? আমি কারো সঙ্গে ছবি তুললেই বা একসঙ্গে ঘুরতে গেলেই আমি প্রেমে পড়ে গেলাম? কেন মিথ্যা কথা বলা হচ্ছে আমার নামে? এরকম ফালতু কথা বললে আমি কিন্তু হাইপার হয়ে যাব।’
সম্প্রতি গুঞ্জন ওঠে— সালমানের ‘ভাইজান’ সিনেমার সেটে শেহনাজ ও রাঘব জুয়ালের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। এছাড়া ভারতের হৃষিকেশে দু’জনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। তাদের মধ্যে ঘনিষ্ঠনতা দেখে অনেকেই ধারণা করছে তেদের মধ্যে প্রেমের সর্ম্পক চলছে ।
শেহনাজ গিল ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩ তম আসরে প্রতিযোগী ছিলেন । সেই সময় টিভি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর মুম্বাইয়ে একসঙ্গে থাকতে শুরু করেন তারা। ভক্তরা এই জুটিকে অনেক পছন্দ করেছে। আর তাই শেহনাজের নতুন প্রেমের গুঞ্জন মেনে নিতে পারছে না ভক্তরা। গত বছর মাত্র ৪০ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান সিদ্ধার্থ শুক্লা।













