২৪ অক্টোবর ২০২৫

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

বাংলাধারা ডেস্ক »

রাঙ্গুনিয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মারিয়া বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই স্কুলছাত্রী চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে চন্দ্রঘোনা ৭নং ওয়ার্ড সেবাখোলা বটতল এলাকায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করে।

অভিযুক্ত মো. কাইয়ুম (২১) একই ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মৃত মো. ছাত্তারের ছেলে। এ ঘটনায় থানায় ওই যুবকের বিরুদ্ধে আহত স্কুল ছাত্রীর মামা পলাশ দাশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

জানা যায়, বখাটে কাইয়ুম ওই স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গত কয়েক মাস ধরে হুমকি দিয়ে আসছিল। শনিবার সকালে ওই স্কুলছাত্রী স্কুলে এসএসসি’র মডেল টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার পথে চন্দ্রঘোনা মারিয়া বাপের বাড়ি এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে বখাটে কাইয়ুম। তার চুল ধরে মাথার পেছনে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তবে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণে রক্ষা পায় ওই শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়া হয়েছে।’ অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি।

আরও পড়ুন