৯ ডিসেম্বর ২০২৫

প্লাজমা দিতে ঢাকায় সিএমপি’র ৩০ সদস্য

বাংলাধারা প্রতিবেদন »

প্লাজমা দান করতে ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনা জয়ী ৩০ সদস্য। করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে করোনা জয়ী সিএমপির এই সদস্যরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উদ্দেশে রওনা দেন। সিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় সিএমপি কমিশনার এর পক্ষ থেকে তাদের ফুলেলে শুভেচ্ছায় অভিনন্দন জানানো হয়।

দেশমাতৃকার সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই সদস্যরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষা দিতে গিয়েই নিজেরাও করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে সঠিক চিকিৎসা ও যথাযথ পরিচর্যায় দ্রুত সুস্থ হয়ে প্লাজমা দানের উদ্যোগ গ্রহণ করেছেন।

করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সুরক্ষায় দায়িত্ব পালনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে হারিয়েছে তাদের ৫ জন সদস্যকে। তথাপি ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম, হাসপাতাল স্থাপন, জন সচেতনতা সৃষ্টি সহ করোনা প্রতিরোধে সিএমপির গৃহিত নানাবিধ উদ্যোগ সমূহের কার্যক্রম এখনো চলমান রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ