চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ফইল্যাতলী বাজার চত্বরে মুনিরীয়া যুব তাবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) বিকেলে শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম (রা.) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১৪৯ নম্বর হালিশহর ও আগ্ৰাবাদ শাখার উদ্যোগে এ এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
চসিক ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এরশাদুল হক। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফোরকান মিয়া।
মাহফিলে বক্তারা বলেন, কারবালার ঘটনা সর্বকালের মর্মান্তিক বিয়োগান্ত ঘটনা। এদিন কারবালা প্রান্তরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু আন্হু পরিবারবর্গসহ নিজের জীবন উৎসর্গ করেন, যা মুসলমানদের ইসলামের সত্য, সুন্দর ও ন্যায়ের পথে চলতে আজীবন প্রেরণা যোগাবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ দেলওয়ার হোসেন, আলহাজ্ব মুহাম্মদ শওকত ইমরান, আলহাজ্ব মুহাম্মদ শহিদুল্লাহ, আলহাজ্ব মুহাম্মদ হাসান, আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ সেলিম, ডা:মুহাম্মদ জাহাঙ্গীর ফারুক, রফিক আহমদ সেলিম প্রমুখ।
পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।
				












